প্রশ্ন
কিছুদিন আগে আমি আসরের পর পড়ছিলাম। আমার এক আত্মীয় বলল, আসরের পর পড়াশোনা করা শরিয়তের দৃষ্টিতে নিষেধ। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আসরের পর পড়াশোনা করা যাবে না- এটি একটি ভিত্তিহীন কথা। শরিয়তের এর কোনো প্রমাণ বিদ্যমান নেই। বরং যেকোনো সময় পড়াশোনা করা যাবে।
তবে আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়া মাকরূহ। হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ
‘রাসূল (সা.) আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৯৫৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم