প্রশ্ন
আমি শুনেছিম আশুরার দিন রোজা রাখা অনেক সওয়াবের কাজ। জানতে চাচ্ছি, রোজা কি একটিই রাখব? নাকি কয়েকটি রাখতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আশুরার রোজা মূলত একটিই অর্থাৎ মহররমের দশম তারিখ। কিন্তু ইহুদিরাও যেহেতু এ দিন রোজা রেখে থাকে তাই রাসূল (সা.) তাদের বিরোধীতা করণার্থে দশ তারিখের আগের দিন বা পরের দিন আরেকটি রোজা মিলিয়ে দু’টি রোজা রাখতে বলেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
صوموا عاشوراء وخالفوا فيه اليهود، صوموا قبله يوما أو بعده يوما
‘তোমরা আশুরার রোজা রাখ এবং ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে; আশুরার আগে বা পরে আরো একদিন রোজা রাখ।’ [মুসনাদে আহমাদ ১/২৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم