প্রশ্ন
রাসূল (সা.)-এর যগে কি গরু কুরবানী হত? জনৈক বক্তাকে বলতে শুনলাম, রাসূলের যুগে নাকি গরুই ছিল না!
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.)-এর যুগে গরু কুরবানী হত। সহিহ হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত। হাদিস শরিফে এসেছে,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: نَحَرْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ
‘তিনি বলেন, হুদায়বিয়ার বছর (৬ষ্ঠ হিজরী) আমরা রাসূল (সা.)-এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৩১৮]
সুতরাং উক্ত বক্তা না জেনে ভুল তথ্য উপস্থাপন করেছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم