প্রশ্ন
কিছুদিন আগে এক ব্যক্তিকে মুবাহালার চ্যালেঞ্জ করতে দেখলাম। জানতে চাচ্ছি, মুবাহালার অর্থ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুবাহালার শাব্দিক অর্থ হল, পারস্পরিক অভিশাপ দেওয়া। আর পারিভাষিক অর্থ সম্পর্কে লিসানুল আরবের লেখক বলেন,
أَن يَجْتَمِعَ الْقَوْمُ إِذا اخْتَلَفُوا فِي شَيْءٍ فَيَقُولُوا: لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِ مِنَّا
‘লোকেরা যখন কোনো বিষয়ে বিরোধ করে তখন তারা একত্রিত হয়ে বলে, আমাদের মাঝে যে ব্যক্তি জালেম, তার উপর আল্লাহর অভিশাপ।’ [লিসানুল আরব ১১/৭২]
আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন,
أن السنة في مجادلة أهل الباطل إذا قامت عليهم حجة الله ولم يرجعوا بل أصرُّوا على العناد أن يُدعَوا إلى المباهلة
‘বাতিলপন্থীদের সাথে বিতর্ক করার সুন্নাহ সম্মত পন্থা হল, তাদের বিপক্ষে আল্লাহর প্রমাণ প্রমাণিত হয়ে যাওয়ার পরও তারা যদি হকের দিকে ফিরে না এসে তাদের হঠকারীতা ও গোঁড়ামির উপর অটল থাকে তাহলে তাদেরকে মুবাহালার প্রতি আহবান করা।’ [যাদুল মাআদ ৩/৮১২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم