প্রশ্ন
মৃত ব্যক্তির শরীরে আতর লাগানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তিদের শরীরে আতর লাগানো সুন্নত বা মুস্তাহাব। এমনকি মৃত নারী হলেও। হাদিস শরিফে এসেছে,
‘ইবনে সিরীন (রহ.) বলেন, মৃতের জন্য মিশক ব্যবহার নিয়ে ইবনে উমর (রা.)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি কি তোমাদের সর্বোত্তম সুগন্ধি নয়?’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৬১৩৯]
সুতরাং মৃত ব্যক্তি পুরুষ হলে তার দাড়ি ও চুলে সুগন্ধি লাগাবে। আর নারী হলে শুধু তার মাথায় সুগন্ধি লাগাবে।
শরহুল মুনইয়্যাহ পৃ. ৫৭৯; আলবাহরুর রায়েক ২/১৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم