প্রশ্ন
রাসূল (সা.)-এর কটুক্তিকারীকে কি হত্যা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, প্রায় সকল উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, রাসূল (সা.)-এর কটুক্তিকারীকে হত্যা করতে হবে। ইবনুল মুনযির (রহ.) বলেন,
أَجْمَعَ عَامَّةُ أَهْلِ الْعِلْمِ عَلَى أَنَّ مَنْ سَبَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ الْقَتْلُ
‘প্রায় সকল উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, রাসূল (সা.)-কে যে ব্যক্তি গালি দিবে তাকে হত্যা করতে হবে।’ [তাফসীরে তাবারী ৮/৮২]
আল্লামা আবু সুলাইমান খাত্তাবী (রহ.) বলেন,
لَا أَعْلَم أَحَدا من الْمُسْلِمِين اخْتُلِف فِي وُجُوب قَتْلِه
‘রাসূল (সা.)-এর কটুক্তিকারীর হত্যার ব্যাপারে কোনো মুসলমান মতভেদ করেছে বলে আমার জানা নেই।’ [আশ শিফা ২/২১৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم