প্রশ্ন
আমার একটি কুরিয়ার সার্ভিস রয়েছে। সেখানে বৈধ মালের পাশাপাশি অনেকে অবৈধ ও হারাম মালও পাঠিয়ে থাকে। জানতে চাচ্ছি, সেই হারাম ও অবৈধ মালগুলো ডেলিভারি করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হারাম কাজে সহযোগিতা করা হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَ التَّقْوٰی ۪ وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ
‘আর নেকি ও তাকওয়ায় পরস্পর সহযোগিতা কর এবং গুনাহের কাজ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
হারাম ও অবৈধ মাল ডেলিভারি করলে হারাম কাজে সহযোগিতা হচ্ছে বিধায় হারাম ও অবৈধ মালগুলো ডেলিভারি করা যাবে না। বরং তা মালিককে ফিরিয়ে দিতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم