প্রশ্ন
কোনো ব্যক্তি যদি হারাম টাকা দিয়ে কুরবানী করে তাহলে তার কুরবানী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলা হালাল জিনিস দ্বারা কোনো কিছু কবুল করেন না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا
‘আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না।’ [সহিহ মুসলিম, হাদিস: ২২৩৬]
কাজেই আল্লাহ তাআলার দরবারে কুরবানী কবুল হওয়ার জন্য সম্পদ হালাল হতে হবে। হারাম সম্পদ দ্বারা কুরবানী করলে সেই কুরবানী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم