প্রশ্ন
ব্যাংক থেকে সুদের ভিত্তিতে ঋণ নিয়ে ব্যবসা করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুদী লেনদেনের সাথে জড়িত হওয়া শরিয়তের দৃষ্টিতে হারাম। হাদিস শরিফে এসেছে,
عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
‘জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল (সা.) সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষীর উপর লানত দিয়েছেন। তিনি বলেছেন: এরা সকলেই সমান গুনাহগার।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪১৭৭]
সুতরাং ব্যাংক থেকে সুদের ভিত্তিতে ঋণ নিয়ে ব্যবসা করা বৈধ হবে না।
ফাতওয়া হিন্দিয়া ৫/৩৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم