প্রশ্ন
আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে যে, কিয়ামতের আগে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। পরিস্থিতি এমন হবে যে, কয়েকজন নারী একজন পুরুষকে তাড়া করবে আর সে দৌঁড়ে পালাবে এবং নিরুপায় হয়ে গাছে আশ্রয় নিবে। সেখান থেকে সে প্রস্রাব করবে। সেই প্রস্রাব পান করে তারা গর্ভবতী হবে। জানতে চাচ্ছি, এ কথা কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কিয়ামতের অন্যতম আলামত হল, নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَظْهَرَ الْجَهْلُ وَيَفْشُوَ الزِّنَا وَيُشْرَبَ الْخَمْرُ وَيَذْهَبَ الرِّجَالُ وَتَبْقَى النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً قَيِّمٌ وَاحِدٌ
‘কিয়ামতের নিদর্শনসমূহের অন্যতম হচ্ছে ইলম উঠিয়ে দেয়া, অজ্ঞতার বহিঃপ্রকাশ, ব্যভিচার প্রসার হবে, মদ্যপান প্রচলিত হবে, পুরুষ (-এর সংখ্যা) হ্রাস পাবে, নারীরা অবশিষ্ট থাকবে, এমনকি পঞ্চাশজন নারী একজন পুরুষের তত্ত্বাবধানে থাকবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬৬৭৯]
কিন্তু কয়েকজন নারী একজন পুরুষকে তাড়া করবে আর সে দৌঁড়ে পালাবে এবং নিরুপায় হয়ে গাছে আশ্রয় নিবে। সেখান থেকে সে প্রস্রাব করবে। সেই প্রস্রাব পান করে তারা গর্ভবতী হবে- এ কথার কোনো ভিত্তি শরিয়তে নেই। এটি একটি বানোয়াট ও অলীক কাহিনী। এ জাতীয় কথা বলা ও প্রচার করা থেকে বিরত থাকা কর্তব্য।
ফাতহুল মুলহিম ৩/৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم