প্রশ্ন
কুরবানীকৃত পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে কী করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানীকৃত পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায় এবং তা জীবিত হয় তাহলে সেটিকেও জবাই করে দিতে হবে। এতে করে মা বাচ্চা উভয়টি খাওয়া হালাল হয়ে যাবে।
আর যদি বাচ্চা মৃত পাওয়া যায় এবং বাচ্চার আকৃতি পূর্ণাঙ্গ হয় তাহলে তা খাওয়া যাবে কিনা তা নিয়ে ফুকাহায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে।
একদল ফুকাহায়ে কেরামের বক্তব্য হল, তা খাওয়া যাবে না। কারণ কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা নেই। এমনও হতে পারে যে, জবাইয়ের আগেই অন্য কোনো কারণে পেটের মাঝেই তার মৃত্যু হয়েছে। তখন সেটি মৃত প্রাণি বলে গণ্য হবে। আর শরিয়তের দৃষ্টিতে মৃত প্রাণি খাওয়া জায়েয নেই। কারণ কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ
‘তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণি।’ [সূরা মায়েদা, আয়াত: ৩]
আরেকদল ফুকাহায়ে কেরামের বক্তব্য হল, কুরবানীর পশুর জবাই উক্ত বাচ্চার জবাই হিসেবে গণ্য হবে এবং তা খাওয়া হালাল হয়ে যাবে। কারণ হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ سَأَلْنَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ الْجَنِينِ فَقَالَ كُلُوهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ ذَكَاةُ أُمِّهِ
‘আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল (সা.)-এর নিকট গর্ভবতী পশুর পেটের বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তোমরা ইচ্ছা করলে তা খেতে পারো। কেননা তার মায়ের জবাই তার জবাইয়ের জন্য যথেষ্ট।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩১৯৯]
তাবয়ীনুল হাকায়েক ৫/২৯৩; হেদায়া ৪/৩৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم