প্রশ্ন
বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক মানুষ বলছে, কুরবানি না করে সে টাকা মানুষের মাঝে সদকা করে দিলে বেশি সওয়াব হবে। এমতাবস্থায় এমন করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানি আল্লাহর তাআলার পক্ষ থেকে স্বয়ংসম্পন্ন একটি ইবাদাত। হাদিস শরিফে এসেছে,
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন-
مَنْ وَجَد سَعَةً فلم يُضَحِّ فلا يَقْرَبَنَّ مُصَلاَّنا
‘যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ [ইবনে মাজাহ, হাদিস: ২১২৩, মুসনাদে আহমদ, হাদিস: ৮২৭৩]
অপরদিকে দান-সদকা করাও একটি ইবাদাত। তবে সামর্থ্যবানের উপর কুরবানি করা ওয়াজিব। অপরদিকে সাধারণ দানসদকা করা নফল। নফলের জন্য ওয়াজিব কুরবানি বাদ দেওয়া যাবে না।
তাই কেউ চাইলে কুরবানির পরিবর্তে অন্যান্য খরচ কমিয়ে সেখান থেকে দান সদকা করতে পারে। এবং এমনটি করা উচিতও।
তাছাড়া কুরবানির মাধ্যমেও মানুষকে দানসদকা করা যায়। কুরবানির গোশত মানুষকে দান করা যায়। আবার কুরবানির গরু-ছাগল ক্রয় করার কারণে এর দ্বারা বিক্রেতারাও উপকৃত হয়।
মোটকথা কুরবানিকে কুরবানির স্থানে রেখেই আমাদেরকে মানুষের বিপদাপদে এগিয়ে আসতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم