প্রশ্ন
জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.)-এর কোনো কোনো কথায় ব্যাকরণগত ত্রুটি ছিল। জানতে চাচ্ছি, এমন ব্যক্তির ব্যাপারে উলামায়ে কেরাম কী ধারণা রাখেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সকল নবি রাসূল যাবতীয় চারিত্রিক ও সৃষ্টিগত দোষ-ত্রুটি থেকে মুক্ত। আহলে সুন্নত ওয়াল জামাআতের আকীদা সম্পর্কে ইমাম আবু হানীফা (রহ.) লিখেন,
والأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام كلهم منزهون عَن الصَّغَائِر والكبائر وَالْكفْر والقبائح
‘সকল নবি রাসূল ছোট বড় সব ধরনের গুনাহ, কুফুর ও সব ধরনের মন্দ বিষয় থেকে পবিত্র।’ [আল ফিকহুল আকবর, পৃ. ৩৭]
ইমাম নববি (রহ.) লিখেন,
ان الانبياء صلوات الله وسلامه عليهم وسلامه مُنَزَّهُونَ عَنِ النَّقَائِصِ فِي الْخَلْقِ وَالْخُلُقِ سَالِمُونَ مِنَ الْعَاهَاتِ وَالْمَعَايِبِ
‘সকল নবি সৃষ্টিগত ও চারিত্রিক অসম্পূর্ণতা থেকে পবিত্র ছিলেন। মুক্ত ছিলেন দৈহিক খুঁত ও ত্রুটি থেকে।’ [শরহুন নববি ১৫/১২৭]
আল্লামা জালালুদ্দিন সূয়ুতী (রহ.) লিখেন,
‘সকল সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে বিশুদ্ধভাষী ছিলেন আমাদের নেতা, সর্দার রাসূল (সা.)।’ [আল মুযহির ১/১৬৫]
কাজেই রাসূল (সা.) যে সবচেয়ে বিশুদ্ধভাষী ছিলেন- বিষয়টি দিবালোকের ন্যায় সুস্পষ্ট। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। সুতরাং যে ব্যক্তি বলবে যে, রাসূল (সা.)-এর কথায় ব্যাকরণত ভুল আছে সে নিঃসন্দেহে ফাসেক। ক্ষেত্রে বিশেষ তার ঈমান চলে যাওয়ার আশংকা আছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم