প্রশ্ন
ফরেক্স ট্রেডিং শরিয়তের দৃষ্টিতে বৈধ কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত স্টাডি করে দেখেছি যে, ফরেক্স ট্রেডিং-এর যতগুলো পদ্ধতি রয়েছে সবগুলোর লেনদেনে শরয়ি মূলনীতি বিরোধী কয়েকটি বিষয় পাওয়া যায়। নিম্নে তা উল্লেখ করা হল। যথা,
১. ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য পণ্য কবজা করা শর্ত। হাদিস শরিফে এসেছে,
يُحَدِّثُ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يَسْأَلُنِي الْبَيْعَ وَلَيْسَ عِنْدِي أَفَأَبِيعُهُ قَالَ لاَ تَبِعْ مَا لَيْسَ عِنْدَكَ
‘হাকীম ইবনে হিযাম (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এক ব্যক্তি আমার নিকট থেকে এমন কিছু কিনতে চায়, যা আমার নিকট বিদ্যমান নাই। আমি কি তার সাথে বিক্রয় চুক্তিতে আবদ্ধ হতে পারি? তিনি বলেন, তোমার নিকট যা বিদ্যমান নেই, তা তুমি বিক্রয় করো না।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২১৮৭]
অথচ ফরেক্স ট্রেডিং-এ এ বিষয়টি পাওয়া যায় না। বরং কবজা ছাড়াই সেখানে পণ্য ক্রয় বিক্রয় চলে।
২. ক্রয় বিক্রয় বাতিল হওয়ার শর্তে ক্রয় বিক্রয় করা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعٍ وَشَرْطٍ
‘রাসূল (সা.) শর্তারোপের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৪৩৬১]
অথচ ফরেক্স ট্রেডিং-এ চুক্তিই হয় এভাবে যে, একটি নির্দিষ্ট সময়ের পর এই ক্রয় বিক্রয় চুক্তি বাতিল হয়ে যাবে।
৩. ক্রয় বিক্রয় বাতিল করার জন্য শর্ত হল, এতে ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতি থাকা। কিন্তু ফরেক্স ট্রেডিং-এ যেকোনো এক পক্ষ যেকোনো মুহূর্তে ক্রয় বিক্রয় বাতিল করার ক্ষমতা রাখে।
যেহেতু ফরেক্স ট্রেডিং-এর সবগুলো পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের শরয়ি মূলনীতি বিরোধী বিষয় পাওয়া যায় তাই ফরেক্স ট্রেডিং শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।
হেদায়া ৩/১৪৭; বুহুস ১/১৩০; ফিকহুর বুয়ূ ১/৩৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم