প্রশ্ন
তেলাওয়াতে সেজদা আদায় করার জন্য কি অজু করা জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সেজদা নামাজেরই অংশ বিশেষ। আর নামাজের জন্য অজু জরুরি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ
‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১]
কাজেই তেলাওয়াতের সেজদা আদায় করার জন্যও অজু লাগবে। অজু ছাড়া তা আদায় হবে না।
বাদায়েউস সানায়ে ১/১৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم