প্রশ্ন
সাক্ষাতের শুরুতে যেভাবে সালাম দিতে হয়, বিদায়ের সময়ও কি সালামের মাধ্যমে বিদায় নিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, বিদায়ের সময়ও সালামের মাধ্যমে বিদায় নিতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إذا انتهى أحدكم إلى مجلس فليسلم فإن بدا له أن يجلس فليجلس ثم إذا قام فليسلم فليست الأولى بأحق من الآخرة
‘যখন তোমাদের কেউ মজলিসে পৌঁছবে তখন সালাম দিবে। যদি অনুমতি পায় তাহলে বসবে। এরপর যখন মজলিস ত্যাগ করবে তখনও সালাম দিবে। কারণ প্রথম সালাম দ্বিতীয় সালাম অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৭০৬]
উল্লেখ্য, কেউ কেউ বিদায়ের সময় খোদা হাফেজ বলে থাকে। এটি সঠিক নিয়ম নয়। বরং ইসলামি আদব হল বিদায়ের সময়ও সালাম দেওয়া।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم