প্রশ্ন
পুরুষরা জিন্সের প্যান্ট পরতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারী-পুরুষ কারও জন্যই এমন আঁটসাঁট পোশাক পরা বৈধ নয়, যা পরিধান করলে শরীরের সাথে লেপ্টে থাকে এবং সতরভুক্ত কোন অঙ্গের আকৃতি ফুটে ওঠে। হাদিস শরিফে এসেছে,
عن أبي صالح، قال عمر: لا تلبسوا نساءكم القباطي، فإنه إلا يشفَّ يصف
‘ওমর (রা.) বলেন, তোমরা মহিলাদেরকে ‘কাবাতী’ কাপড় (তৎকালীন মিশরে প্রস্তুতকৃত এক ধরনের পাতলা কাপড়) পরাবে না। কারণ এই কাপড়ে ত্বক দেখা না গেলেও (আঁটসাঁট হওয়ার কারণে ) অঙ্গ-প্রত্যঙ্গের আকৃতি ফুটে ওঠে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৫২৮৯]
জিন্সের প্যান্ট সাধারণ এমন আঁটসাঁট হয়ে থাকে, যা পরিধান করলে শরীরের সাথে লেপ্টে থাকে এবং সতরভুক্ত কিছু অঙ্গের আকৃতি ফুটে ওঠে। তাই পুরুষরাও জিন্সের প্যান্ট পরবে না।
তবে যদি ঢিলেঢালা এমন জিন্সের প্যান্ট পাওয়া যায় যা পরিধান করলে শরীরের সাথে লেপ্টে থাকে না এবং সতরভুক্ত কোনো অঙ্গের আকৃতি ফুটে ওঠে না তাহলে সেই প্যান্ট পরা যাবে।
ফাতাওয়া লাজনাতুদ দায়িমা, ফাতওয়া: ৪২৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم