প্রশ্ন
একটি কথা লোকমুখে শোনা যায় যে, দেশপ্রেম ঈমানের অঙ্গ। জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলামি কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দেশপ্রেম ঈমানের অঙ্গ- বক্তব্যটি লোকমুখে প্রচলিত একটি কথা হলেও এটি কোনো হাদিস নয়। সুতরাং দেশপ্রেম ঈমানের অঙ্গ নয়। তবে দেশপ্রেম ঈমানের অঙ্গ না হলেও ইসলাম দেশপ্রেমে মানুষকে উদ্বুদ্ধ করে থাকে এবং দেশপ্রেম প্রকাশ করাকে একটি প্রশংসনীয় গুণ বলে মনে করে।
রাসূল (সা.)-এর পবিত্র জীবনেও বিভিন্ন সময় দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) মক্কার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেছেন,
مَا أَطْيَبَكِ مِنْ بَلْدَةٍ وَأَحَبَّكِ إِلَيَّ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي منك، ما سكنت غيرك
‘হে মক্কা, তুমি কতই না উত্তম নগরী। আমি তোমাকে কতই না ভালোবাসি। আমার সম্প্রদায় আমাকে বের না করে দিলে আমি তুমি ছাড়া অন্য কোনো দেশে বসবাস করতাম না।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৩৭০৯]
অপর আরেক হাদিসে এসেছে,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَأَبْصَرَ دَرَجَاتِ المَدِينَةِ، أَوْضَعَ نَاقَتَهُ، وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا
‘আল্লাহর রাসূল (সা.) সফর হতে ফিরে যখন মদিনার উঁচু রাস্তাগুলো দেখতেন তখন তিনি তাঁর উটনী দ্রুতগতিতে চালাতেন আর বাহন অন্য জানোয়ার হলে তিনি তাকে তাড়া দিতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৭০৯]
এ কাজ তিনি করতেন মদিনার প্রতি ভালোবাসার কারণে। [ফাতহুল বারী ৩/৬২১]
সুতরাং বুঝা গেল, দেশপ্রেম শরিয়তের দৃষ্টিতে দূষনীয় নয়। তবে দেশপ্রেমকে ঈমানের অঙ্গ মনে করা যাবে না।
সিলসিলাতু আহাদিসিয যয়ীফা ১/১১০, বর্ণনা: ৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم