প্রশ্ন
কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.)-এর নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছতে হয়। সাহাবায়ে কেরাম থেকে এই আমলটি প্রমাণিত। আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তির কথা কতটুকু সঠিক? আসলে রাসূল (সা.)-এর নাস শুনলে আমাদের করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.)-এর নাম শুনলে রাসূল (সা.)-এর শানে দরূদ পাঠ করতে হয়। এমনটিই রাসূল (সা.) শিক্ষা দিয়ে গিয়েছেন। হাদিস শরিফে এসেছে,
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) মিম্বারে আরোহণ করে বলেন, আমীন আমীন, আমীন। তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো কখনও এরূপ করেননি। তিনি বলেন, জিবরাল (আ.) বলেন, যে ব্যক্তি তার পিতা-মাতাকে বা তাদের একজনকে জীবিত পেলো, অথচ তারা তার বেহেশতে প্রবেশের কারণ হলো না, সে অপমানিত হোক। আমি বললাম, আমীন (তাই হোক)। অতঃপর তিনি বলেন, যে ব্যক্তি রমযান মাস পেলো, অথচ তার গুনাহ মাফ হলো না সে অপমানিত হোক। আমি বললাম, আমীন। তিনি পুনরায় বলেন, যার সামনে আপনার প্রসঙ্গ উত্থাপিত হলো, অথচ সে আপনার প্রতি দুরূদ পড়লো না সে অপমানিত হোক। আমি বললাম, আমীন।’ [আল আদাবুল মুফরাদ, হাদিস: ৬৫০]
উক্ত ব্যক্তির বক্তব্য সঠিক নয়। কোনো হাদিস বা সাহাবায়ে কেরামের আছর দ্বারা বিষয়টি প্রমাণিত নয়। বরং উলামায়ে কেরাম উক্ত আমলকে বিদআত বলেছেন। কাজেই এ জাতীয় আমল থেকে বিরত থাকা জরুরি।
আল মাকাসিদুল হাসানাহ পৃ. ৬০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم