প্রশ্ন
রাসূল (সা.)-এর জীবনী নিয়ে নির্মিত একটি ছবি কিছুদিন আগে রিলিজ পেয়েছে। জানতে চাচ্ছি, এমন ছবি দেখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিশ্বের তাবৎ উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, রাসূল (সা.)-এর জীবনী নিয়ে মুভি বানানো নাজায়েয ও হারাম। সৌদি আরবের সর্বোচ্চ ফাতওয়া বোর্ডসহ ভারত উপমহাদেশের উলামায়ে কেরামের ফাতওয়া এটিই।
যেহেতু রাসূল (সা.)-এর জীবনী নিয়ে ছবি বানানো হারাম, কেউ যদি এ জাতীয় ছবি বানায় তাহলে তা দেখাও হারাম।
সুতরাং উক্ত ছবি দেখা কোনো মুসলমানের জন্য বৈধ হবে না। বরং প্রতিটি মুসলমানের উচিৎ, এ জাতীয় ছবি বয়কট করে প্রতিবাদ করা।
ফাতওয়া লাজনাতুদ দায়িমা ১/৭১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم