প্রশ্ন
কোনো মুসল্লী যদি ইমামের পিছনে তাশাহুদ পাঠ করতে ভুলে যায় তাহলে সাহু সেজদা দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমামের পিছনে মুসল্লীর কোনো ভুল হলে সাহু সেজদা করতে হয় না। হাদিস শরিফে এসেছে,
عَنْ إِبْرَاهِيمَ قَالَ: لَيْسَ عَلَى مَنْ خَلْفَ الْإِمَامِ سَهْوٌ
‘ইবরাহীম নাখয়ী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মুক্তাদী ব্যক্তির উপর সাহু সেজদা আবশ্যক হয় না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৪৫২৭]
সুতরাং কোনো মুসল্লী যদি ইমামের পিছনে তাশাহুদ না পড়ে তাহলেও তার সাহু সেজদা দিতে হবে না।
আল বাহরুর রায়েক ২/১০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم