প্রশ্ন
আমি আর্থিকভাবে অস্বচ্ছল। বিভিন্ন ব্যাংক কর্তৃক গরিব শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। জানতে চাচ্ছি, সে সকল শিক্ষাবৃত্তি গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যাংকের বৃত্তি যদি তাদের অর্জিত হালাল টাকা থেকে দেওয়া হয় তাহলে তা গ্রহণ করা যাবে। আর যদি হারাম টাকা থেকে দেওয়া হয়, আর গ্রহীতা দরিদ্র হয়ে থাকেন তাহলেও গ্রহণ করতে পারবেন। কিন্তু যদি নেসাবের মালিক হয়ে থাকেন তাহলে তা গ্রহণ করতে পারবেন না। হাদিস শরিফে এসেছে,
عن جابر، قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا، ومؤكله، وكاتبه، وشاهديه
‘জাবির (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী এবং সুদের লেখক ও সাক্ষীদ্বয়ের উপর লানত করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮]
আর আপনি যেহেতু অস্বচ্ছল তাই আপনি উক্ত শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারবেন। কারণ, সুদের টাকার বিধান হল, সওয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দান করে দেওয়া। সে হিসেবে আপনি তা গ্রহণ করতে পারবেন।
মাআরিফুস সুনান ১/৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم