প্রশ্ন
আবু বকর (রা.) কি রাসূল (সা.)-এর নাম শুনে আঙ্গুলে চুমু খেতেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আবু বকর (রা.) থেকে এ জাতীয় একটি হাদিস বর্ণনা করা হয় যে, তিনি রাসূল (সা.)-এর নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে তা চোখে মুছতেন। মুহাদ্দিসগণ উক্ত হাদিসকে জাল ও বানোয়াট বলেছেন। হাফেজ সাখাবী (রহ.) তার কিতাবে হাদিসটি উল্লেখ করার পর বলেন,
‘হাদিসটি সহিহ নয়।’ [আল মাকাসিদুল হাসানাহ পৃ. ৬০৫]
ইমাম শাওকানী (রহ.) বলেন,
‘তাযকীরা নামক কিতাবে বলা হয়েছে, হাদিসটি সহিহ নয়।’ [আল ফাওয়ায়িদুল মাজমুআ পৃ. ২০]
শায়খ বকর আবু যায়েদ (রহ.) হাদিসটি উল্লেখ করে বলেন,
‘এটি মূর্খতা। এই হাদিসের কোনো ভিত্তি নেই।’ [তাসহীহুদ দোয়া পৃ ৪৪৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم