প্রশ্ন
রমজান মাসে ঋতুমতী মহিলা রোজাদারের মত পানাহার থেকে বিরত থাকলে কোন সাওয়াব পাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঋতুমতী মহিলার জন্য শরিয়তের বিধান হল তিনি রোজা রাখবেন না। বরং পানাহার করবেন। এ ক্ষেত্রে পানাহার না করে রোজাদারের মত সাদৃশ্য অবলম্বন করা উচিৎ হবে না। আর যদি এটাকে শরিয়তের বিধানই মনে করে তাহলে তা গুনাহের কারণ হবে।
তাবয়ীনুল হাকায়েক ২/২০৫; ফাতাওয়া খানিয়া ১/২১৮; আলকিফায়া ২/২৯০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم