প্রশ্ন
এক লোক আমার কাছে কাপড়ের মূল্য বাবদ চার মাস মেয়াদে ছয় হাজার টাকা পায়। আমি তাকে তিন মাসের সময় টাকা পরিশোধ করে দেওয়ায় সে আমার কাছ থেকে দুইশ টাকা কম নিয়েছে। শরিয়তের দৃষ্টিতে এখানে সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পাওনা টাকা সময়ের পূর্বে পরিশোধের জন্য যদি টাকা কম দেওয়া-নেওয়ার শর্ত করা হয় তাহলে তা জায়েয নয়।
হাদিস শরিফে এসেছে, আবু সালেহ (রহ.) বলেন, আমি বাজারের লোকদের কাছে বাকিতে কিছু কাপড় বিক্রি করেছি। (চুক্তি হয়েছে) একটি নির্দিষ্ট সময় তারা মূল্য পরিশোধ করবে। অতপর আমি (যখন) কূফা সফরে যাওয়ার ইচ্ছা করলাম তখন (নির্ধারিত মেয়াদের আগে) তারা আমার কাছে এসে বলল, যদি তাদের থেকে মূল্যের কিছু অংশ কমিয়ে দেই তবে তারা এখনই পরিশোধ করে দিবে। (আবু সালেহ বলেন) আমি এ বিষয়টি যায়েদ ইবনে ছাবিত (রা.)কে জানালাম। তিনি বললেন, আমি তোমাকে এটি গ্রহণ করা কিংবা অন্যকে দেওয়ার অনুমতি দিতে পারি না। [সুনানে বায়হাকী, হাদিস: ১১৩৮]
প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি টাকা কমিয়ে দেওয়ার শর্ত ছাড়া এমনিতেই সে স্বেচ্ছায় কিছু টাকা কম রাখে তাহলে তাতে কোন সমস্যা হবে না।
বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরা ১/২৫-২৯; আহকামুল কুরআন, জাসসাস ১/৪৬৭; হেদায়া ৩/২৫১; আলবাহরুর রায়েক ৭/২৫৭; আলমুগনী, ইবনে কুদামা ৬/১০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم