প্রশ্ন
অনেক বিয়েতে দেখায় যায়, বিয়ের আকদের পর মসজিদে খেজুর ছিটিয়ে দেওয়া হয়। শরিয়তের দৃষ্টিতে এটা কেমন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ের মধ্যে আনন্দ-ফুর্তি করার অবকাশ রয়েছে। আর এ আনন্দ উদযাপনের জন্য খেজুর ছিটিয়ে দেওয়ারও সুযোগ রয়েছে। বিশিষ্ট তাবেয়ি হাসান বসরী (রহ.) এবং প্রসিদ্ধ তাবেয়ি শা’বী (রহ.) বিয়ের আকদের মজলিসে খেজুর বা মিষ্টান্ন জাতীয় জিনিস ছিটানোর অনুমতি দিতেন। [মুসান্নাফে ইবনে আবি শাইবা ১১/৯৮-১০০]
তবে যদি মসজিদে বিয়ের আকদ হয় তাহলে খেজুর ছিটানোর সময় মসজিদে হৈ-হুল্লোড় করা, কিংবা মসজিদ নোংরা করা যাবে না। যদি এমন কিছুর আশঙ্কা থাকে তাহলে মসজিদে খেজুর ছিটানো উচিৎ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم