প্রশ্ন
প্রাপ্তবয়স্ক হওয়ার বাহ্যিক কোন আলামত প্রকাশ না পেলে কত বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রাপ্তবয়স্ক হওয়ার বাহ্যিক কোন আলামত প্রকাশ না পেলে পনের বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। হাদিস শরিফে এসেছে, উমর ইবনে আবদুল আজীজ (রহ.) বলেন-
إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ
‘পনের বছর বয়স প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক চেনার মানদণ্ড।’ [সহিহ বুখারি, হাদিস: ২৬৬৪]
তবে এই পনের বছর বয়স চান্দ্র বছর হিসেবে ধর্তব্য হবে। সৌর বছর হিসেবে নয়।
আদ্দুররুল মুখতার ৬/১৫৩; আললুবাব ফী শরহিল কিতাব ২/১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم