প্রশ্ন
জনৈক ব্যক্তি তার ভাইকে তার পক্ষ থেকে ইফরাদ হজ্ব করার জন্য পাঠিয়েছে। এখন কি সে কিরান বা তামাত্তু হজ্ব করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকে যে হজ্ব করার জন্য পাঠানো হয় প্রেরিত ব্যক্তির ঐ হজ্বই করতে হয়। তাই প্রেরিত ব্যক্তির জন্য প্রেরকের অনুমতি ব্যতীত ইফরাদ হজ্ব ছাড়া অন্য হজ্ব করা বৈধ হবে না।
কিতাবুল আসল ২/৫০৬; মাবসূত, সারাখসী ৪/১৫৬; বাদায়েউস সানায়ে ২/৪৫৭;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم