প্রশ্ন
আমি এ বছর ইতিকাফে বসেছি। আমার প্রশ্ন হল, মসজিদে হাত ও পায়ের নখ কাটা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলা মসজিদকে পবিত্র রাখতে নির্দেশ দিয়েছেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
‘আর আমার গৃহকে পবিত্র রাখবে তাওয়াফকারী, নামাযে কিয়ামকারী, রূকু‘কারী ও সেজদাকারীদের জন্য।’ [সূরা হজ্ব, আয়াত: ২৬]
সুতরাং একান্তই যদি মসজিদে নখ কাটতে হয় তাহলে লক্ষ্য রাখতে হবে যেন, মসজিদ অপরিচ্ছন্ন না হয়ে যায়।
বাদায়েউস সানায়ে ২/২৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم