প্রশ্ন
আমার এক বন্ধু পালিয়ে গিয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করে। কাজি অফিসে আমার বন্ধুর সাথে আমি, বন্ধুর স্ত্রীর সাথে তার একজন বান্ধবী এবং কাজি সাহেব উপস্থিত ছিলেন। জানতে চাচ্ছি, এই তিনজনের উপস্থিতিতে বিয়ে শুদ্ধ হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের বিধান হল, বিয়ের মজলিসে কমপক্ষে দু’জন পুরুষ সাক্ষী একত্রে উপস্থিত থেকে ইজাব-কবুল শ্রবণ করা। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ ، أَنّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لا نِكَاحَ إِلا بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ ، وَمَا كَانَ مِنْ نِكَاحٍ عَلَى غَيْرِ ذَلِكَ ، فَهُوَ بَاطِلٌ
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, অভিভাবক ও দু’জন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ব্যতীত বিয়ে শুদ্ধ হয় না। যে বিবাহ অভিভাবক ও সাক্ষীর উপস্থিতি ব্যতীত হবে তা বাতিল।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪০৭৫]
যেহেতু আপনার বন্ধুর বিয়েতে দু’জন পুরুষ সাক্ষী উপস্থিত ছিল তাই তার বিয়ে শুদ্ধ হয়েছে।
উল্লেখ্য, বিয়ে বহির্ভুত প্রেমের সম্পর্ক ইসলামি শরিয়তে হারাম। কাজেই আপনার বন্ধুর জন্য উচিৎ হল, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم