প্রশ্ন
আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে, শবে ক্বদর হাজার মাস থেকে উত্তম। প্রশ্ন হল, এ কথার ব্যাখ্যা কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শবে ক্বদর হাজার মাস থেকে উত্তম- এ কথার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলে, শবে ক্বদরের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম ও শ্রেষ্ঠ। সুফিয়ান সাওরী (রহ.) বলেন,
بَلَغَنِي عَنْ مُجَاهِدٍ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ قَالَ: عَمَلُهَا وصيامها وَقِيَامُهَا خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
‘মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বদরের রাতের নামাজ ও রোজা হাজার মাসের নামাজ ও রোজার চেয়েও শ্রেষ্ঠ।’ [তাফসীরে ইবনে কাসীর ৮/৪২৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم