প্রশ্ন
বাংলাদেশের প্রায় সব মসজিদেই রমজান মাসে বিতরের নামাজ জামাতের সাথে পড়ে থাকে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো দলিল আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমজানে বিতরের নামাজ জামাতের সাথে পড়া সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। এমনকি একটি যয়ীফ হাদিসে পাওয়া যায় যে, রাসূল (সা.) রমজানে বিতরের নামাজ জামাতের সাথে পড়িয়েছেন। হাদিস শরিফে এসেছে,
عن جابر بن عبد الله، قال: خرج النبي – صلى الله عليه وسلم – ذات ليلة في رمضان فصلى الناس أربعة وعشرون ركعة وأوتر بثلاثة
‘জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) রমজানের এক রাতে ঘর থেকে বের হয়ে এলেন এবং লোকদেরকে নিয়ে বিশ রাকাত তারাবী ও তিন রাকাত বিতর পড়ালেন।’ [আল মাওসুআতুল হাদিসিয়্যাহ, হাদিস: ৪২৮১]
অন্য আরেক হাদিসে এসেছে,
كَانَ أُبَيُّ بْنُ كَعْبٍ يُصَلِّي بِالنَّاسِ فِي رَمَضَانَ بِالْمَدِينَةِ عِشْرِينَ رَكْعَةً، وَيُوتِرُ بِثَلَاثٍ
‘উবাই ইবনে কাব (রা.) মদীনায় লোকদের নিয়ে বিশ রাকাত তারাবী পড়াতেন এবং তিন রাকাত বিতর পড়াতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৭৬৮৪]
আল্লামা ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেন,
‘রমজান মাসে আলী (রা.) কারীদেরকে ডেকে তাদের একজনকে বিশ রাকাত তারাবীর নামাজ পড়াতে বলতেন। আর বিতরের নামাজ আলী (রা.) নিজেই পড়াতেন।’ [মিনহাজুস সুন্নাহ ৮/৩০৮]
এছাড়াও আরো অসংখ্য হাদিস ও আছার দ্বারা বিষয়টি প্রমাণিত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم