প্রশ্ন
ইফতারির জন্য কি আজান দেওয়া শর্ত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইফতারির সম্পর্ক সূর্য অস্ত যাবার সাথে, আজানের সাথে নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ
‘অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৭]
হাদিস শরিফে এসেছে,
‘আলী ইবনে হানযালা তার পিতা থেকে বর্ণনা করেন: তিনি রোজার মাসে উমর (রা.) এর কাছে ছিলেন। তার নিকট পানীয় পেশ করা হল। উপস্থিত কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। তখন মুয়াযযিন বলল: আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডুবেনি। তখন উমর (রা.) বললেন: যারা ইফতার করে ফেলেছে তারা একটি রোজা কাযা করবে। আর যারা ইফতার করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৬/১৫০]
সুতরাং সূর্যাস্তের সাথে সাথেই ইফতারি করা যাবে। আজান হওয়া শর্ত নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم