প্রশ্ন
স্ত্রীর ঠোট চুম্বনের সময় যদি স্ত্রীর মুখের লালা স্বামীর গলার ভিতর চলেযায় তাহলে রোজা ভাঙ্গবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাহির থেকে কোনো কিছু গলার ভিতর চলে গেলে রোজা ভেঙ্গে যায়। হাদিস শরিফে এসেছে,
ইবনু আব্বাস (রা.) বলেন: ‘কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ [সহিহ বুখারি, ১/২৬০, (তালীক)]
সুতরাং চুম্বনের সময় যদি স্বামীর গলায় স্ত্রীর মুখের লালা চলে যায় তাহলে স্বামীর রোজা ভেঙ্গে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم