প্রশ্ন
পাঠার গোশত খাওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে ছাগল খাওয়া বৈধ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ
‘আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার। আর তা থেকে তোমরা আহার গ্রহণ কর।’ [সূরা নাহল, আয়াত: ৫]
আর পাঠা ছাগলের প্রজাতিভুক্ত। কাজেই পাঠার গোশত খেতে কোনো সমস্যা নেই। তবে তা শরিয়ত সম্মত পন্থায় জবাই করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم