প্রশ্ন
বিভিন্ন আকীদার কিতাবে পাওয়া যায় যে, আউলিয়াদের কারামত সত্য। জানতে চাচ্ছি, আউলিয়াদের কারামত সত্য হওয়ার ব্যাপারে শরিয়তের কোনো দলিল বিদ্যমান আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কারামত সত্য হওয়ার ব্যাপারে শরিয়তের অসংখ্য দলিল বিদ্যমান। সবচেয়ে শক্ত দলিল খোদ কুরআন মাজিদেই বিদ্যমান আছে। যেমন, মারয়াম (আ.)-এর অমৌসুমি ফল লাভ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ
‘অতঃপর তাঁর পালনকর্তা তাঁকে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন এবং তাঁকে প্রবৃদ্ধি দান করলেন-অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি। আর তাঁকে যাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পন করলেন। যখনই যাকারিয়া মেহরাবের মধ্যে তার কছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন “মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো?” তিনি বলতেন, “এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন।” [সূরা আলে ইমরান, আয়াত: ৩৭]
বিভিন্ন হাদিস ও আছার থেকেও বিষয়টি প্রমাণিত হয়। কাজেইএ ব্যাপারে সন্দেহে থাকা ঠিক নয়। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে, কেউ যদি বিশ্বাস করে অমুক ব্যক্তি নিজে নিজে কারামত প্রকাশ করতে সক্ষম তাহলে তা শিরক হবে। বরং আল্লাহ তাআলা যখন চান তখনই কেবল তা কারও ক্ষেত্রে ঘটে থাকে।
মাজমুআতু ফাতাওয়া ইবনে তায়মিয়াহ ১১/২৭৮; শারহু ফিকহিল আকবার, পৃ. ৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم