প্রশ্ন
আমাদের গ্রামের প্রায় সকলেই ঈদগাহে তাদের ফসল শুকিয়ে থাকে। জানতে চাচ্ছি, এটি বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদগাহের সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
‘যে আল্লাহর নিদর্শনকে সম্মান করবে তা তো অন্তরের তাকওয়া থেকেই করবে।’ [সূরা হজ্ব, আয়াত: ৩২]
তবে ঈদগাহে ফসল শুকালে তার সম্মানহানী হয় না। তাই ঈদগাহে পসল শুকানো যাবে। তবে যেহেতু তাতে নামাজ পড়া হয় এ কারণে তা ব্যক্তিগত কাজে ব্যবহার না করাটাই উত্তম হবে।
রদ্দুল মুহতার ৬/৫৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم