প্রশ্ন
আমি একদিন নামাজে সানার বদলে ভুলে তাশাহুদ পড়ে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমার নামাজ নষ্ট হয়ে গিয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ শুরু করার পর কেরাত শুরুর আগে এমন দোয়া পড়তে যা আল্লাহ তাআলার বড়ত্ব ও মহিমা প্রকাশ করে। সে হিসেবে সানার বদলে কেউ যদি তাশাহুদ পড়ে ফেলে তাহলেও নামাজ হয়ে যাবে। যদিও তা উচিৎ হয়নি।
সুতরাং আপনাদের সেদিনের নামাজ নষ্ট হয়নি।
ফাতওয়া হিন্দিয়া ১/১২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم