প্রশ্ন
গত বছর আমার উপর কুরবানী আবশ্যক হয়েছিল। কিন্তু কিছু কারণবশত কুরবানী করা হয়নি। এ বছর কুরবানী করতে চাচ্ছি। জানার বিষয় হল, এ বছর কুরবানী করলে গত বছরের দায় থেকে মুক্ত হওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানী আবশ্যক হওয়ার পর ওযর ছাড়া কুরবানী না করা মারাত্মক পর্যায়ের গুনাহের কাজ। হাদিস শরিফে এ ব্যাপারে কঠিন ধমকি এসেছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا
‘যার কুরবানীর সামর্থ্য আছে, তবুও সে কুরবানী করল না, সে যেন আমাদের ‘মুসল্লা’ (ঈদগাহ)-এ না আসে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৫৬৫]
কেউ যদি কুরবানী আবশ্যক হওয়ার পর কুরবানী না করে এবং কুরবানীর দিনগুলো শেষ হয়ে যায় তাহলে তার করণীয় হল, কুরবানীর উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করে দেওয়া। এ বছর কুরবানী করলে গত বছরের দায় থেকে মুক্ত হওয়া যাবে না।
বাদায়েউস সানায়ে ৪/২০৪; ফাতাওয়া কাযীখান ৩/৩৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم