প্রশ্ন
কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, কুরবানীর গোশত গরিবদেরকে দান করার চেয়ে নিজের পরিবারে বণ্টন করে দেওয়া উত্তম। জানতে চাচ্ছি, এ ব্যাপরে শরিয়তের কোনো দলিল আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানীর গোশত নিজ পরিবারে বণ্টন করা উত্তম গরিবদেরকে দান করার চেয়ে- এমন কোনো কথা কুরআন হাদিসের কোথাও নেই। উক্ত ব্যক্তির এ কথা সঠিক নয়। বরং কুরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে বাকি দুই ভাগ আত্মীয় স্বজন ও গরিবদের মাঝে বণ্টন করে দেওয়া মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘(কুরবানির গোশত) তোমরা খাও, জমা করে রাখো এবং (গরীব-অসহায়দেরও) দান করো।’ [সহিহ মুসলিম হাদিস: ১৯৭১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم