প্রশ্ন
উরাইনা গোত্রের ঘটনা সম্পর্কে জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সহিহ বুখারিতে উরাইনা গোত্রের ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে,
‘ক্বাতাদাহ (রহ.) হতে বর্ণিত যে, আনাস (রা.) তাদেরকে বলেছেন, উকল এবং উরাইনা গোত্রের কতিপয় লোক মদিনাতে রাসূল (সা.)-এর কাছে এসে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করল। এরপর তারা রাসূল (সা.)-কে বলল, হে আল্লাহর নবী! আমরা দুগ্ধপানে বেঁচে থাকি, আমরা কৃষক নই। তারা মদিনার আবহাওয়া নিজেদের জন্য অনুকূল বলে মনে করল না। তাই রাসূল (সা.) তাদেরকে একজন রাখালসহ কতগুলো উট নিয়ে মদিনার বাইরে যেতে এবং ঐগুলোর দুধ ও প্রস্রাব পান করার নির্দেশ দিলেন। তারা যাত্রা করে হাররা-এর নিকট পৌঁছে ইসলাম ত্যাগ করে আবার কাফির হয়ে গেল এবং রাসূল (সা.)-এর রাখালকে হত্যা করে উটগুলো তাড়িয়ে নিয়ে গেল। রাসূল (সা.)-এর কাছে এ খবর পৌঁছলে তিনি তাদের খোঁজে তাদের পিছে লোক পাঠিয়ে দিলেন। (তাদের আনা হলে) তিনি তাদের প্রতি কঠিন দন্ডাদেশ প্রদান করলেন। সাহাবীগণ লৌহ শলাকা দিয়ে তাদের চোখ তুলে দিলেন এবং তাদের হাত কেটে দিলেন। এরপর হাররার এক প্রান্তে তাদেরকে ফেলে রাখা হল। শেষ পর্যন্ত তাদের এ অবস্থায়ই মৃত্যু হল।’ [সহিহ বুখারি, হাদিস: ৪১৯২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم