প্রশ্ন
আমি একজন মহিলা মাদরাসার ছাত্রী। কিছুদিন আগে আমার অসম্মতিতে জেনারেল পড়ুয়া এক ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার সাথে আমার মনোমালিন্য হতে থাকে। সে আমাকে পর্দা করতে দিতে চায় না। গাইরে মাহরাম পুরুষদের সামনে যেতে আমাকে বাধ্য করে। যথাযথভাবে আমার ভরণপোষণ দেয় না। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমি নিজের উপর তালাক গ্রহণ করতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ে একটি পবিত্র বন্ধন। এর মাধ্যমেই একটি পরিবারের সৃষ্টি হয়ে থাকে। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার স্বামীকে বুঝিয়ে দ্বীনের পথে নিয়ে আসা, তাহলে তা করাই আপনার জন্য উত্তম হবে। কিন্তু তাতে যদি আপনার স্বামীর মাঝে কোনোরূপ পরিবর্তন না আসে এবং আপনার স্বামী আপনাকে তালাক গ্রহণের ক্ষমতা প্রদান করে থাকেন, তাহলে আপনি নিজের উপর তালাক গ্রহণ করতে পারবেন।
আর যদি তিনি আপনাকে তালাক গ্রহণের ক্ষমতা প্রদান না করে থাকেন তাহলে আপনি তাকে খোলার প্রস্তাব দিতে পারেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ وَأُحْضِرَتِ الْأَنْفُسُ الشُّحَّ وَإِنْ تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
‘যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে কোন দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা উভয়ে কোনো মীমাংসা করলে তাদের কোন অপরাধ নেই। আর মীমাংসা কল্যাণকর এবং মানুষের মধ্যে কৃপণতা বিদ্যমান রয়েছে। আর যদি তোমরা সৎকর্ম কর এবং তাকওয়া অবলম্বন কর তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্যক অবগত।’ [সূরা নিসা, আয়াত: ১২৮]
তিনি খোলা করতে রাজি না হলে আদালতের শরনাপন্ন হতে পারেন।
রদ্দুল মুহতার ৪/৪৫২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم