প্রশ্ন
আমার স্বামী মর্ডান লোক। আমি প্যান্ট ও গেঞ্জি পরিধান করি তিনি এটি পছন্দ করেন। কিন্তু আমি এতে কম্ফোর্ট ফিল করি না। একদিন তিনি আদেশ করেন যে, এখন থেকে প্যান্ট ও গেঞ্জি পরিধান করতে হবে। প্রশ্ন হল, স্বামীর আদেশ মানতে প্যান্ট ও গেঞ্জি পরিধান করা আমার জন্য বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো নারীর জন্য স্বামী ছাড়া অন্যদের সামনে প্যান্ট-গেঞ্জি পরিধান করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ
‘ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) ঐ সব পুরুষকে লানত করেছেন যারা নারীর বেশ ধরে এবং ঐসব নারীকে যারা পুরুষের বেশ ধরে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫]
যেহেতু এটি নিষিদ্ধ। তাই এক্ষেত্রে স্বামীর আদেশ মান্য করা আপনার উপর আবশ্যক নয়। কারণ, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لا طاعة لمخلوق في معصية الله عز و جل
‘আল্লাহ তাআলার নাফরমানী করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১০৯৫]
কাজেই স্বামীর আদেশ মানতে অন্যদের সামনে প্যান্ট ও গেঞ্জি পরিধান করা আপনার জন্য বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم