প্রশ্ন
বর্তমানে কিছু ক্বারী সাহেবকে দেখা যায় যে, তিনি গানের সুরে কুরআন তেলাওয়াত করেন। জানতে চাচ্ছি, এভাবে গানের সুরে কুরআন তেলাওয়াত করা কতটুকু বৈধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুমধুর স্বরে কুরআন তেলাওয়াত মুস্তাহাব হলেও গানের সুরে কুরআন তেলাওয়াত করা শরিয়ত সম্মত নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘তোমরা আরবদের সুর ও উচ্চারণে কুরআন তেলাওয়াত কর। ফাসেক, খ্রিস্টান ও ইহুদিদের সুর নকল করা থেকে বিরত থাক। কেননা, আমার পর অচিরেই এক সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে, যারা গানের সুরে, বৈরাগী ও ভাড়াটে ক্রন্দনকারীনীদের মত বিলাপ করে কুরআন তেলাওয়াত করবে। কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তাদের ও তারা যাদের মুগ্ধ করবে তাদের অন্তর হবে ফেতনাময়।’ [শুআবুল ঈমান, হাদিস: ২৪০৬]
সুতরাং গানের সুরে তেলাওয়াত করা শরিয়ত সম্মত নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم