প্রশ্ন
আমার একটি প্রশ্ন ছিল। সেটি হল, শবে বরাতে কোন পদ্ধতিতে নামাজ পড়ব? এ রাতে নামাজ পড়ার নির্দিষ্ট কোন নিয়ম আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইবনে তায়মিয়া (রহ.) বলেন-
‘পনেরো শাবানের রাতের ফযিলত সর্ম্পকে একাধিক ‘মারফূ’ হাদিস ও ‘আসারে সাহাবা’ বর্ণিত রয়েছে।’ [ ইকতিযাউস সিরাতিল মুস্তাকীম ২/৬৩১-৬৩২]
তবে শবে বরাতে নামাজ পড়ার নির্দিষ্ট কোন নিয়ম নেই। বিভিন্ন বইতে যেসব নিয়ম কানুন লেখা থাকে এগুলো সবই মনগড়া ও বানোয়াট। বরং সাধারণ নফল নামাজের মতই যত রাকাত ইচ্ছা তত রাকাত নফল নামাজ পড়বে।
মারাকিল ফালাহ পৃ. ২১৯, ইকতিযাউস সিরাতিল মুস্তাকীম ২/৬৩১-৬৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم