প্রশ্ন
জনৈক বক্তার মুখে শুনলাম, কারো নাম যদি মুহাম্মাদ রাখা হয় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তের সন্তানের সুন্দর নাম রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে নবিগণ ও অলী আউলিয়াদের নাম রাখা আরো উত্তম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
تَسَمَّوْا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ
‘তোমরা নবি-রাসূলগণের নামে নামকরণ করো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫০]
কাজেই কারো নাম মুহাম্মাদ রাখলে তা উত্তম হবে। তবে মুহাম্মাদ নাম হলেই কেউ জান্নাতে চলে যাবে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে- এ মর্মে কুরআন হাদিসে কোনো প্রমাণ বিদ্যমান নেই। বরং প্রত্যেক ব্যক্তিকে তার আমল অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। কাজেই এ জাতীয় ভিত্তিহীন কথা বলা থেকে বিরত থাকা সকলের কর্তব্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم