প্রশ্ন
দারুল হরব বা দারুল কুফর কাকে বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দারুল হারব-এর সংজ্ঞা ও পরিচয় নিয়ে ফুকাহায়ে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানীফা (রহ.)-এর মতে,
إن كان الأمان فيها للكفرة على الإطلاق، والخوف للمسلمين على الإطلاق، فهي دار الكفر
‘যে দেশে কাফেররা সর্বদিক থেকে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, আর মুসলমানরা সর্বদিক থেকে নিরাপত্তাহীনতায় ভুগে তাকে দারুল কুফর বলে।’ [বাদায়েউস সানায়ে ৭/১৩১]
ইমাম আবু ইউসুফ (রহ.) ও ইমাম মুহাম্মাদ (রহ.)-এর মতে,
فإذا ظهر أحكام الكفر في دار فقد صارت دار كفر
‘যদি কোনো দেশে কুফরী বিধি বিধান বাস্তবায়িত হয়ে যায় তাহলে সে দেশ দারুল কুফর-এ রূপান্তরিত হয়ে যাবে।’ [বাদায়েউস সানায়ে ৭/১৩১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم