প্রশ্ন
আমাদের এলাকার এক ব্যক্তি প্রকাশ্যে জিনা করে থাকে। সে এ কাজটিকে বৈধ মনে করেই করে থাকে। জানতে চাচ্ছি, এই ব্যক্তিকে কাফের বলা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো ব্যক্তি যদি শরিয়তে অকাট্যভাবে প্রমাণিত হারাম কাজকে বৈধ মনে করে করে থাকে তাহলে তাকে উলামায়ে কেরাম কাফের বলেন। ইবনে কুদামা (রহ.) লিখেন,
ومَن اعْتَقدَ حِلَّ شَىْءٍ أُجْمِعَ على تَحْرِيمِهِ، وظهَرَ حُكْمُه بين المسلمين، وزالتِ الشُّبْهَةُ فيه للنُّصوصِ الواردَةِ فيه، كلَحْمِ الخِنْزيرِ، والزِّنَي، وأشْباهِ هذا، مِمَّا لا خلافَ فيه، كَفَرَ
‘যে কাজ সর্বসম্মতভাবে হারাম, যার হুকুম মুসলমানদের মাঝে স্পষ্ট, যা হারাম হওয়ার ব্যাপারে দলিল বিদ্যমান থাকার কারণে সন্দেহের অবকাশ থাকে না এমন কাজকে কেউ যদি হালাল বলে বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন, শূকরের মাংস খাওয়া, জিনা করা ইত্যাদি।’ [আল মুগনী ১২/২৭৬]
সুতরাং উক্ত ব্যক্তি যদি বাস্তবেই জিনা করা বৈধ মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم