প্রশ্ন
আমার একটি গিফটশপ রয়েছে। সেখানে চোখ, কান ও মুখ বিশিষ্ট বিভিন্ন ধরণের জড় বস্তু তথা পাথর, গাছ যানবাহন ইত্যাদির শো-পিস বিক্রি করে থাকি। জানতে চাচ্ছি, এগুলো বিক্রি করা আমার জন্য বৈধ হচ্ছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চোখ, কান, মুখ বিশিষ্ট জড় বস্তুর শো-পিস মূর্তির হুকুমে নয়। কাজেই এ জাতীয় শো-পিস ব্যবহারে কোনো সমস্যা নেই।
সুতরাং আপনি এ জাতীয় শো-পিস বিক্রি করতে পারবেন। কারণ, বৈধ জিনিসের বিক্রিও বৈধ হয়ে থাকে।
শরহে মুসলিম নববী ২/২০১; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/১৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم