প্রশ্ন
পিছনের রাস্তা দিয়ে যদি পোকা বের হয় তাহলে অজু ভেঙ্গে যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পিছনের রাস্তা দিয়ে কোনো পোকা বের হলে অজু ভেঙ্গে যাবে। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّهُ قَالَ فِي الَّذِي يَتَوَضَّأُ فَيَخْرُجُ الدُّودُ مِنْ دُبُرِهِ، قَالَ: عَلَيْهِ الْوُضُوءُ
‘আতা ইবনে আবী রাবাহ (রহ.) থেকে বর্ণিত, যে ব্যক্তি অজু করার পর পিছনের রাস্তা দিয়ে পোকা বের হয়েছে, তার ব্যাপারে তিনি বলতেন, তার উপর অজু করা আবশ্যক।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ৫৬৮]
সুতরাং নতুন করে আবার অজু করে নিতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم